বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস্ (প্রাব) এর গ্রীষ্মকালীন উৎসব-১৪২৯ অনুষ্ঠিত

প্রকাশঃ

১০ জুন ২০২২ইং তারিখে রাজধানীর ইমানুয়েলস পার্টি সেন্টারে পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস্ (প্রাব) এর গ্রীষ্মকালীন উৎসব-১৪২৯ অনুষ্ঠিত হয়। পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস্ (প্রাব) দেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকসমূহের জনসংযোগ, ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন বিভাগে কর্মরত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন, যা প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গের সাথে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছে।

অনুষ্ঠানে পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস্ (প্রাব) এর সভাপতি ও শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু), প্রাবের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর জনসংযোগ বিভাগের প্রধান জনাব জালাল আহমেদ স্বপন, সহ-সভাপতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুফ চিফ কমিউনিকেশন জনাব আজম খান ও বাংলাদেশ ব্যাংক এর পাবলিকেশন এন্ড কমিউনিকেশন বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব সাঈদা খানম, যুগ্ম সম্পাদক এক্সিম ব্যাংক লিমিটেড এর করপোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান জনাব সঞ্জীব চ্যাটার্জি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর জনসংযোগ বিভাগের প্রধান জনাব নজরুল ইসলাম-সহ প্রাব এর অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই রঙ্গ-রস, শুভেচ্ছা বক্তব্য, নৈশ ভোজ, র‌্যাফেল ড্র এবং মনোমুগ্ধকর এক সঙ্গীতানুষ্ঠান এর মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদান করা হয় এক প্রানবন্ত সন্ধ্যার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মিসেস ফরিদা ইয়াসমিন, ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর প্রাক্তন সভাপতিবৃন্দ দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক জনাব সামছুল হক জাহিদ, একুশে টেলিভিশন এর ডেপুটি নিউজ এডিটর ও অনলাইন এডিটর জনাব সাইফুল ইসলাম দিলাল, জনাব জাকারিয়া কাজল, জনাব সুলতান মাহমুদ বাদল ও জনাব খাজা মঈনউদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ