শনিবার, ১১ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পারপেচুয়াল ও সাবঅর্ডিনেট বন্ড ছাড়তে চায় এমটিবি

প্রকাশঃ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মিউচ‍্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) পরিচালনা পর্ষদ দুই ধরনের বন্ড ছাড়তে চায়। ব্যাংকটি ৯০ কোটি টাকা উত্তোলন করবে এই বন্ড ছাড়ার মাধ্যমে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (বিএসইসির) অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, এমটিবির পরিচালনা পর্ষদ ৪০ কোটি টাকার এ নন-কনভাটেবল পারপেচুয়াল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ৫০ কোটি টাকার নন-কনভাটেবল সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি। তবে ব্যাংকটি কি উদ্দেশ্যে এই বন্ড ছাড়বে সে বিষয়ে কিছু জানায়নি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ