বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পিরোজপুরে আবু জমজম স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশঃ

‘আমরা মাদকের বিরুদ্ধে’- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আবু জমজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আবু জমজম স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪। হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাদক-বিরোধী এক বিশাল মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১৩ এপ্রিল টুর্নামেন্টের ফাইনালে নরখালী একাদশ ১-০ গোলে হুলারহাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতিতে খুলনা ও পিরোজপুরের রিদম ব্যান্ডের আয়োজনে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জমজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নজরুল ইসলাম শিকদার। এই টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী পর্বে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ