সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পুঁজিবাজারে ২৬৬ কোটি টাকা লেনদেন বেড়েছে

প্রকাশঃ

টানা চারদিন সূচকের উত্থানের পর মঙ্গলবার (৬ জুলাই) পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন উভয় পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে দিনশেষে উভয় পুঁজিবাজারে আর্থিক লেনদেন বেড়েছে ২৬৬ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা। অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক একছেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ২৮ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে মঙ্গলবার দিনশেষে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির ৭৫ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ২২৪টির এবং ৮টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকা। এর আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৯ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, মঙ্গলবার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১২টি কোম্পানির ৩ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৭২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৬২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে ১৭ হাজার ৯৭৫ পয়েন্টে নেমে আসে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ