ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচেকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টায় ডিএসইতে ১০২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে এই সময়ে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
এ সময় ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫০ পয়েন্টে।