রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

পোশাক শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর দাবি

প্রকাশঃ

বর্তমানে পোশাক শিল্পে মাতৃত্বকালীন ছুটি চার মাস। এই ছুটি সরকারের অন্যান্য খাতের সঙ্গে মিল রেখে ছয় মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত নারী শ্রমিক র্যালি থেকে গার্মেন্টস খাতসহ সব ধরনের বেসরকারি খাতে এ ছুটি ছয় মাসে উন্নীত করার দাবি জানানো হয়। র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা ও ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, সরকারি খাতে মাতৃত্বকালীন ছুটি এরই মধ্যে ছয় মাস কার্যকর করা হয়েছে। কিন্তু দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি গার্মেন্টসসহ বেসরকারি খতে মাতৃত্বকালীন ছুটি এখনো চার মাস।

এ সময় বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও হয়রানি বন্ধের লক্ষ্যে আইএলও নীতিমালার ১৯০ অনুস্বাক্ষর করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কামরুল হাসান, রফিকুল ইসলাম রফিক, আরিফা আক্তার, সাফিয়া পারভীন, আলেয়া বেগম, নামিমা আক্তার, ইসরাত জাহান ইলা ও ফরিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ