বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রণোদনা প্রদানে সরকারী ব্যাংক এর মধ্যে একমাত্র অগ্রণী ব্যাংক এর প্রশংসাপত্র প্রাপ্তি

প্রকাশঃ

নভেল করোনা ভাইরাস থেকে উদ্ভূত বৈশ্বিক মহামারী’র বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্বাবধানে এবং দিক নির্দেশনায় দেশের অর্থনৈতিক কর্মকান্ড ও ব্যবসায় পুনরুজ্জীবিতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়। প্রণোদনা প্যাকেজ এর শতভাগের বেশী বিতরণ করায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকসমূহের মধ্যে শুধুমাত্র অগ্রণী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এর প্রশংসা পত্র লাভ করেন। কেন্দ্রীয় ব্যাংক এর গর্ভনর ফজলে কবির এর কাছ থেকে এই প্রশংসা পত্র গ্রহণ করেন অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম। বাংলাদেশ ব্যাংক এর জাহাঙ্গীর আলম মিলনায়তনে ২৮ ডিসেম্বর ২০২১ এ ব্যাংকার্স সভায় গর্ভনর অগ্রণী ব্যাংক এর বিভিন্ন অর্জনের ভূয়সী প্রশংসা করে আরো এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও পদ্মা সেতুতে বৈদেশিক মুদ্রার জোগানদাতা অগ্রণী ব্যাংক সবুজ অর্থায়নে প্রথম সহ অগ্রণী ব্যাংককে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ