আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, সাম্প্রতকি সময়ে প্রথম আলোসহ কয়কেটি পত্রিকায় ‘সিকদার পরিবারে গৃহবিবাদ’ সর্ম্পকতি প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি উদ্দেশ্যমূলক, মনগড়া এবং বাস্তবতা বিবর্জিত যা ব্যাংক, সম্মানতি শয়োরহোল্ডার এবং সিকদার পরিবারের সুনাম ক্ষুন্ন করার একটি অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জয়নুল হক সিকদারের সহধর্মিনী জনাবা মনোয়ারা সিকদার বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন। র্বতমানে র্আথকি প্রতষ্ঠিান হসিবেে বভিন্নি সূচকে ন্যাশনাল ব্যাংক লমিটিডে-এর সাফল্য শয়োরহোল্ডারদরে জন্য বশে ইতবিাচক যা এধরনরে উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং উপাত্তহীন প্রচারণার দ্বারা ব্যাহত করাই বশিষে এই কুচক্রীমহলের মূল উদ্দশ্যে।
সিকদার পরিবার আজীবন একত্রে ছিল এবং এখনও পারস্পরিক আস্থা ও ভালোবাসা নিয়ে একটি সুখী, দায়িত্বশীল এবং পরোপকারী পরিবার হিসেবে সমাজ ও দেশ-বিদেশে ব্যাপকভাবে সম্মানিত এবং প্রশংসিত। কোন কুচক্রীমহলের প্ররোচনায় পারিবারিক শান্তি বিনষ্ট হওয়ার কোন সুযোগ নেই।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিগত ৩৯ বছর ধরে দেশ, জাতি এবং গ্রাহকদের সেবায় নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ করবর্ষে সর্বোচ্চ করদাতা চারটি ব্যাংকের মধ্যে সম্পূর্ণ দেশীয় মালিকানায় প্রতিষ্ঠিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড সেরা করদাতার সম্মাননায় ভূষিত হয়েছে। দেশের অবকাঠামোগত উন্নয়নে ন্যাশনাল ব্যাংক এর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশের কোন সুযোগ নেই।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী, স্বনামধন্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের অকাল প্রয়াণে ন্যাশন্যাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক ও শুভানুধ্যায়ী তথা সমগ্র ন্যাশন্যাল ব্যাংক পরিবার একটি শোকাবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই শোক কাটিয়ে ওঠার আগেই একটি স্বার্থান্বেষী মহল, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট এবং ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। আমরা আমাদের সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের এসব উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং উপাত্তহীন প্রচারণায় বিন্দুমাত্র বিচলিত ও বিভ্রান্ত না হয়ে আগামীর দিনগুলোতে ন্যাশনাল ব্যাংক পরিবারের প্রতি পূর্ণ আস্থা ও সহযোগীতা বজায় রাখার আহ্বান জানাই। ভবিষ্যতে দৈনিক প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় ন্যাশনাল ব্যাংকের মত বৃহদায়তনের আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে উদ্দেশ্যমূলক ও মনগড়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।