শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রথমবারের মতো ন্যাশনাল ব্যাংকের সাব-ব্র্যাঞ্চসমূহের ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সমন্বয় সভা

প্রকাশঃ

প্রথমবারের মতো ন্যাশনাল ব্যাংকের লিমিটেড-এর ৩৪টি সাব-ব্র্যাঞ্চসমূহের ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট, ২০২৩ শনিবার ঢাকার নিউ ইস্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং সেন্টারে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন। এসময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ব্যবসায়িক সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাগণ এবং ৩৪টি সাব-ব্র্যাঞ্চসমূহের ব্যবস্থাপকগণ। এসময় সাব-ব্র্যাঞ্চসমূহের সেরা শাখা ব্যবস্থাপকদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ