শুক্রবার, ৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রথম কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রকাশঃ

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ সকাল সাড়ে ১১টায় ডিএসইতে ৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে দেখা যায়, ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১৫ পয়েন্টে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ৮৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০টির এবং অপরিবর্তি রয়েছে ১৭টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ