২৭ জুন ২০২২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত অনুদান গ্রহণ অনুষ্ঠানে বন্যার্তদের সাহায্যার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ (দশ) কোটি টাকা প্রদান করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে অনুদান গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহ্মদ এর নিকট হতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে প্রধাণমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে। ইতোপূর্বে করোনাভাইরাস এর প্রাদূর্ভাবকালেও ব্যাংকটি সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণসহ স¦াস্থ্যসেবার উন্নয়নে অংশীদার হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১০ (দশ) কোটি টাকার অনুদান
- ট্যাগ
- স্ট্যান্ডার্ড ব্যাংক