রবিবার, ২২শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে অগ্রণী ব্যাংকের আর্থিক অনুদান

প্রকাশঃ

দেশকে নিরক্ষরতা মুক্ত করে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে আর্থিক অনুদান দিয়েছে অগ্রণী ব্যাংক। ১৫ জুন ২০২২ অনুদানের ১৫ লক্ষ ৮৪ হাজার টাকার পে-অর্ডার ট্রাস্ট কার্যালয়ের যুগ্ম সচিব কাজী দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক নীলাঞ্জনা চাকমা। এসময় ট্রাস্ট এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিশ্চিত করণের লক্ষ্যে তাদেরকে উপবৃত্তি প্রদান ও শিক্ষার মানোন্নয়নে এই অনুদান দেয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের নির্দেশনায় ও মহাব্যবস্থাপক (ক্রেডিট) ড. মো. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি পরিপালনের উদ্দেশ্যে উক্ত অনুদান প্রদান করা হয়।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ