সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজের উদ্বোধন করলেন

প্রকাশঃ

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পথ উদ্বোধনের দিনই মেট্রোরেলের এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। এই রুটের বিস্তৃতি হবে ঢাকার হেমায়েতপুর থেকে গাবতলী, মিরপুর-১০, গুলশান হয়ে ভাটারা পর্যন্ত।

এই লাইনের কাজ উদ্বোধন করে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেন সরকারপ্রধান।

লাইনটির জন্য ইতোমধ্যে সাভারের হেমায়েতপুরে ডিপোর মাটি ও ভূমি উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান।

জাপানের টিএও করপোরেশন ও বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের যৌথ উদ্যোগের এ প্রকল্পের ডিপোর জন্য এখন ৯৯ দশমিক ২৫ একর জমির উন্নয়ন কাজ শুরু হবে।

২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় ২০১৯ সালে। মোট পথের মধ্যে ১৩ দশমিক ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ ও সাড়ে ৬ কিলোমিটার এলিভেটেড অংশ। এই পথে হবে ১৪টি স্টেশন। এর মধ্যে নয়টি থাকবে আন্ডারগ্রাউন্ডে।

২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে ডিএমটিসিএলের।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, এ লাইনটি হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১ হাজার ২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ