শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রশ্নপত্রে ভুল: ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা স্থগিত এবং তথ্যপ্রযুক্তি পরীক্ষা বাতিল করেছে যশোর বোর্ড

প্রকাশঃ

এসএসসি ও সমমানের পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার পর যশোর বোর্ডের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া স্থগিত করা হয়েছে আজকের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের পরীক্ষা।

শিক্ষাবোডের সুত্রে জানা গেছে, আজকের ক্যারিয়ার শিক্ষা  পরীক্ষা আগামী ২ মার্চ দুপুর ২টায়  অনুষ্ঠিত হবে। এবং তথ্যপ্রযুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষার তারিখ পরে জানাবে বোর্ড।

যশোর জিলা স্কুল কেন্দ্রের পরীক্ষার্থীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টায় তথ্যপ্রযুক্তি বিষয়ের নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু হয়। তাদের কক্ষে ‘ঘ’ সেট প্রশ্নপত্র দেয়া হয়। এর প্রথম পৃষ্ঠায় তথ্যপ্রযুক্তি বিষয়ের ১২টি প্রশ্ন থাকলেও অপর পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ১৩টি প্রশ্ন ছিল। ১৫ মিনিট পর সেই ভুল ধরা পড়ায় শিক্ষকরা তখন সেই উত্তরপত্র বাতিল করে নতুন ‘গ’ সেটের প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেন। এতে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ প্রশ্নের উত্তর দিতে পারেনি শিক্ষার্থীরা।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, তথ্যপ্রযুক্তি পরীক্ষার প্রশ্নপত্রে বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটি ছিল। তিনি বলেন, আমাদের বোর্ডে ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষার্থী ২৩১ জন। আর তথ্যপ্রযুক্তি বিষয়ে ১ লাখ ৫৩ হাজার।

অন্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সব বোর্ডের পরীক্ষার রুটিন করা হয়। ওই রুটিনে পরীক্ষাবিহীন কর্মদিবস নেই। ফলে আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সঙ্গে কথা বলে তথ্যপ্রযুক্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম বলেন, তথ্যপ্রযুক্তি বিষয়ের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের বাকি তিনটি সেটে কোনো সমস্যা ছিল না। শুধু ‘ঘ’ সেটের প্রশ্নপত্রে ভুল ছিল। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে এলে পরীক্ষা বাতিল করা হয়।

ISEB FCBA Demo Online Store

I put my clothes on my body and stood at the front of the mirror. Leaf green looked at the younger brother through the leaves and ISEB FCBA Demo whipped the palm of his hand. Besides, who ISEB Certification FCBA I am, ISEB FCBA Demo how can I be qualified FCBA Demo to dictate To say someone, he is BCS Foundation Certificate in Business Analysis definitely not a lazy person, but a person who ISEB FCBA Demo is motivated by the sky ISEB Certification FCBA Demo and the great potential. ISEB FCBA Demo Don t be like this. She is not feeling well.

You can BCS Foundation Certificate in Business Analysis definitely. You made a mistake Liu Haizhu said the FCBA Demo ins and ISEB FCBA Demo outs of Director Zhang s work, and the old man ISEB Certification FCBA Demo said ISEB FCBA Demo nothing. Although he was not beaten by the big ears, it was also shameful. For example, when Apple s iphone4 was officially ISEB FCBA Demo listed in China some time ago, the rush of buying was comparable ISEB FCBA Demo to that of buying TV sets in the past. Before ISEB Certification FCBA the New Year s Eve, give me a thousand dollars to come.

No matter what is right or what to ISEB FCBA Demo lose, finally laid him the status of Qing minister, so that the Man did not underestimate him. Liu Huan and He Gu Luli Gang just sitting in the prefect, tea is still the end of bubble so well, more than three thousand people took a stick, chop ax and the like, has surrounded the prefect Yamen, kept giving the surrender. Not only the bearers can not move, the FCBA Demo horse can not ride, can only take a FCBA Demo step to go step by step. Daoguang Emperor took military ministers and ministries, accompanied by the British and the algae, began ISEB FCBA Demo ISEB Certification FCBA to check BCS Foundation Certificate in Business Analysis the royal tombs, paternity.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ