সোমবার, ২০শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রাইজবন্ডের ১০৫তম ‘ড্র’ অনুষ্ঠিত: ১ম পুরস্কার ০৪৬৯০৮০

প্রকাশঃ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৫তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ীর নম্বর ০৪৬৯০৮০। এছাড়া ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৪৬৯৯৫৫, এক লাখ টাকা করে দুইটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৬৪৩১৪৮ ও ০৭৩৭২০১। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের বিজয়ীর নম্বর ০০৮৩৬১৫ ও ০৯২১১১১।

আরও পড়ুন : প্রাইজবন্ডের ১০৪তম ড্র অনুষ্ঠিত, ১ম পুরস্কার ০২১৮৪০৭

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার সম্মেলনকক্ষে কমিশনার খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৬৫টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ এবং গড এই ‘ড্র’-এর আওতাভুক্ত।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ