রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

প্রায় সব কারখানার অর্ডার বাতিল: বিপর্যয়ের পথে পোশাকশিল্প

প্রকাশঃ

গতকাল শুক্রবার পর্যন্ত বিশ্বের ১৮৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত। বিপর্যস্ত ইউরোপ ও আমেরিকার দেশগুলো। আর এসব দেশেই সবচেয়ে বেশি রপ্তানি হয় বাংলাদেশের তৈরি পোশাক। করোনার কারণে ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকার ক্রেতারা বাংলাদেশি তৈরি পোশাকের অর্ডার বাতিল করেছে। একদিকে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল, অন্যদিকে বাংলাদেশেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এ অবস্থার মধ্যে বাংলাদেশের সবচেয়ে শ্রমঘন পোশাক কারখানাগুলো এখনো চালু রয়েছে। যেখানে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করেন। কারখানাগুলোয় সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হলেও শ্রমিকদের কেউ যদি সংক্রমিত হন তা হলে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এ অবস্থায় গার্মেন্টস চালু থাকবে না বন্ধ করে দেওয়া হবে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে সরকার।

জানা গেছে, ইউরোপের ক্রেতারা বাংলাদেশের ৯৯ শতাংশ কারখানায় অর্ডার বাতিল করেছে। আগামী সোমবার আমেরিকার ক্রেতারাও অর্ডার বাতিল করবে বলে জানিয়েছে। ফলে যে যতটুকু কাজ করেছে ওই অবস্থায় পড়ে আছে।

এ পরিস্থিতিতে পোশাক খাতের করণীয় বিষয়ে আজ শনিবার শ্রম মন্ত্রণালয়ে এ খাতের ব্যবসায়ীরা জরুরি বৈঠকে বসবেন। ওই বৈঠকে কারখানা বন্ধের সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। এ ছাড়া আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। বৈঠকে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি রুবানা হক আমাদের সময়কে বলেন, ইচ্ছা করলেই আমরা কারখানা বন্ধ করতে পারি না। তবে সরকার সিদ্ধান্ত নিলে আমরা প্রস্তুত আছি। তিনি বলেন, ক্রেতারা অর্ডার বাতিল করছে। কারখানাগুলোয় কাঁচামাল ফুরিয়ে আসছে। রপ্তানি বন্ধ রয়েছে। জীবন বাঁচানোই দায়, পোশাক কিনবে কখন।

বিজিএমইএর সহসভাপতি এমএ রহিম বলেন, প্রায় ৯৯ শতাংশ কারখানায় অর্ডার বাতিল করেছে ক্রেতারা। নতুন করে কোনো কাজ হচ্ছে না। পুরনো কাজগুলো যে যতটুকু করেছে সে অবস্থায়ই পড়ে আছে। যার কাপড় কাটা হয়েছে তাকে সেলাই করতে নিষেধ করা হয়েছে, আর যার সেলাই হয়েছে তাকে বাড়তি আর কাজ করতে নিষেধ করা হয়েছে। এ অবস্থায় এমনিতেই কারখানাগুলো ২ থেকে ৩ দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।

কারখানা বন্ধ হলে শ্রমিকদের বেতন পরিশোধ নিয়েও চিন্তিত পোশাক ব্যবসায়ীরা। রপ্তানিকারক শিল্পমালিকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাক কারখানায় কাজ নেই। অর্ডার বাতিল হচ্ছে। রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থায় শ্রমিকদের বেতন পরিশোধ করার মতো অবস্থায় কেউ নেই। আমরা যাতে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারি সে জন্য সরকারের পক্ষ থেকে আপৎকালীন সহায়তা দেওয়ার অনুরোধ করব। তিনি বলেন, বিশ্বের অনেক দেশই আপৎকালীন সহায়তার ব্যবস্থা করেছে। বেঁচে থাকলে ব্যবসা করা যাবে। ব্যাংকগুলোকে সুদ ছাড়া ঋণের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ