বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে বিশেষ কার্যকর

প্রকাশঃ

প্রাণঘতী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার বুস্টার ডোজ বিশেষ ভাবে কার্যকর বলে বুধবার (৯ ডিসেম্বর) এমন দাবি করেছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর জানানো হয়েছে, এই টিকার তৃতীয় ডোজটি দেয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় ২৫ শতাংশ।

কমপক্ষে এক মাস আগে ফাইজারের তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া ব্যক্তির রক্তের নমুনা পরীক্ষায় দেখা গেছে, তাদের করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হওয়র আশঙ্কা অনেক কম।

আরও পড়ুন : ওমিক্রনের বিস্তার ঘটছে, ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ২১

ফাইজারের শীর্ষ কর্মকর্তা আলবার্ট বৌরলার জানান, যারা ফাইজারের প্রথম দুই ডোজ নিয়েছেন তাদের দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিতে হবে। এই ডোজই ওমিক্রনের বিরুদ্ধে মানব শরীরে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।

ফাইজার-বায়োএনটেক জানায়, আরও তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ওমিক্রন প্রতিরোধে আলাদা টিকা তৈরির কথাও জানায়, যা অনুমোদনের অপেক্ষায় আছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ