বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকর খুলনা অঞ্চলের হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

প্রকাশঃ

করোনাক্রান্ত মানুষের চিকিৎসার্থে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খুলনা অঞ্চলের ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতাল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত হাসপাতালসমূহের প্রতিনিধির নিকট অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজে সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ