সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্লোবাল ব্রান্ডস ডিজিটাল ব্যাংকিং এ্যাওয়ার্ড-২০২২ অর্জন

প্রকাশঃ

গ্লোবাল ব্রান্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম এ্যাওয়ার্ডস-২০২২ এ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ‘গ্লোবাল ব্রান্ডস ডিজিটাল ব্যাংকিং এ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে। আধুনিক তথ্য-প্রযুক্তি নির্ভর মানসম্মত গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী ডিজিটাল ব্যাংকিংয়ের প্রচার-প্রসারে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে এ পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে ২৮ জুন ২০২২ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর নিকট থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী পুরস্কার গ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং মর্যাদাপূর্ণ আই এস ও ২৭০০১:২০১৩ সার্টিফিকেট অর্জন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ