সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৩

প্রকাশঃ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি.-এর কর্মকর্তাদের অংশগ্রহণে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)-এর সম্মানিত পরিচালক জনাব মোঃ জাবদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাসুদুর রহমান শাহ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল আজিজ। অনষ্ঠানে সমপানী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ রিস্ক অফিসার জনাব মুহাম্মদ মোস্তফা খায়ের। কর্মশালায় ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএস-এর অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ-উজ-জামান।

অন্যান্যদের মধ্যে, ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ও এসভিপি জনাব আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ