শুক্রবার, ২৪শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফিফা বিশ্বকাপ ট্রফি উপলক্ষে আয়োজিত কনসার্ট স্থগিত

প্রকাশঃ

ফিফা বিশ্বকাপ ট্রফির বাংলাদেশে আগমন উপলক্ষে যে আয়োজনগুলো ছিল তার মধ্যে সবচেয়ে জমজমাট ধরা হয়েছিল বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কনসার্ট। ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক কোকাকোলা এই কনসার্টের জন্য ব্যাপক ক্যাম্পেইনও করেছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বিকেলের কনসার্ট স্থগিত ঘোষণা করতে হয়েছে আয়োজকদের।

দুপুরের আগে থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছিল। তখনই শঙ্কা জেগেছিল আবহাওয়া পুরোপুরি ভালো না হলে কানসার্ট আদৌ হবে কি না? অনেক অপেক্ষা করে বিকেলে কনসার্ট স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, যদি নতুন করে কনসার্টের সময় নির্ধারণ করা হয় তাহলে সেটা জানিয়ে দেবে তারা।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় বিশ্বকাপ ফুটবলের ট্রফিটি তৃতীয়বারের মতো বাংলাদেশে আনা হয়েছে বুধবার সকালে। ট্রফির বাংলাদেশ সফর উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজন করেছিল বাফুফে ও কোকোকোলা।

বাংলাদেশে প্রথম বিশ্বকাপ ট্রফি এসেছিল ২০০২ বিশ্বকাপের আগে। দ্বিতীয়বার আনা হয়েছিল ২০১৪ বিশ্বকাপেরে আগে। তৃতীয়বার এলো ২০২২ বিশ্বকাপের আগে। শুক্রবার রাতে ট্রফি নিয়ে ফিফা প্রতিনিধি দল পূর্ব তিমুর চলে যাবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ