নাব্যতা সংকটে আবারো বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট। চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ডুবোচরে আটকে পড়ছে লঞ্চ। ফলে লঞ্চ মালিক ও চালকেরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভিড় বেড়েছে স্পিডবোটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নৌ-পথে নাব্যতা সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌ-রুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ চালক ও মালিকেরা।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ। চ্যানেলে নাব্যতা সংকট রয়েছে। বিষয়টি নিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।
এদিকে সকাল থেকে লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে।