বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ঢাকায় আসছেন

প্রকাশঃ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে বাংলাদেশ সফরে আসছেন । কূটনৈতিক সূত্রগুলো তার ঢাকা সফরের তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার একটি সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি এ সফর করবেন।

এর আগে সবশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। এরপর দেশটির আর কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসেননি। ফলে ১৯৯০ সালের পর এটা বাংলাদেশে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের সফর হতে যাচ্ছে।

তবে বুধবার (৩০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা অনুষ্ঠান শেষে ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এখনো নিশ্চিত হয়নি। অনেকেই জি-২০তে আসছেন। সেই সুযোগে তারা আমাদের দেশে আসার একটা উদ্যোগ নিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছেন আমাদের দেশে আসার জন্য।

ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, আমাদের অনেকগুলো ইস্যু আছে। যেমন- রোহিঙ্গা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বাড়ানো, ব্যবসা-বাণিজ্য বাড়ানো। একই সঙ্গে নিয়মিত অভিবাসন ইস্যু থাকে। এগুলো আমাদের নরমাল ইস্যু। ক্লাইমেট বড় ইস্যু, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে। এ বিষয়ে ফ্রান্স লিডারশিপ রোল প্লে করে। ওনাকে আমরা বলতে চাই, লস অ্যান্ড ড্যামেজ ইস্যুটা তহবিল করার জন্য উদ্যোগ নেন, উনি টাকা সংগ্রহে উদ্যোগ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বর প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন। ওই সময় সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

জানা গেছে, ঢাকা সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ