সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুঃস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

প্রকাশঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে ১৫ আগস্ট ২০২২ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ১৫ আগস্ট ২০২২ইং তারিখে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, জনাব খন্দকার শাকিব আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের জন্যেও বিশেষ দো’য়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

১৬ আগস্ট ২০২২ইং তারিখে রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের অধিভুক্ত ৩৯ নং ওয়ার্ডের দুঃস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম বাছেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজিমউদ্দৌলা, আইসিএন্ডসিডি বিভাগের এসইভিপি জনাব মোঃ মঞ্জুরুল আলম চৌধুরী এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু) উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ