শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বছরের শুরুতে সূচকের উত্থানে লেনদেন চলছে

প্রকাশঃ

ইংরেজী নতুন বছর ২০২০ সালের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা পৌনে ১২টায় ডিএসইতে ৮১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৬৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫১৪ পয়েন্টে।

দেখা গেছে, এই সময়ে ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময়ে ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে ১২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তি রয়েছে ২০টির।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ