রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বসুন্ধরায় সুতা ও বস্ত্র খাতের প্রদর্শণী শুরু

প্রকাশঃ

গতকাল বুধবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সুতা ও বস্ত্র, রং ও রাসায়নিক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম-এর আন্তর্জাতিক প্রদর্শণী শুরু হয়েছে।

নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সবার সহযোগীতা থাকলে ২০২১ সাল নাগাদ তৈরি পোশাক রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব এবং চেষ্টা করলে ২০২৪ সালে রফতানির পরিমাণ বৃদ্ধিকরে  ১০০ বিলিয়ন ডলারও হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম। এছাড়া এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ’র সিনিয়র সহ-সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শণীতে বিশ্বের প্রায় ২২টি দেশের ৩৭০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো সুতা ও কাপড় উৎপাদনের সর্বাধুনিক প্রযুক্তি, সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস্, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রব্যাদি এবং অন্যান্য কাঁচামাল প্রদর্শন করছে। প্রদর্শণীর আয়োজকরা বলেন দেশের গার্মেন্টস খাতকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এ ধরণের প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

৪দিন ব্যাপী প্রদর্শণী চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শণী উন্মুক্ত থাকবে।

To Pass Your Exam CPA Certification For C++ Certified Associate Programmer

A small lieutenant CPA Certification took us to C++ Institute CPA Certification the staff, the captain also specifically designated our second squadron Secret Service detachment as a guarantee. Just out of the tent, she pulled my hand, I had the same power over a bit, hurriedly let go. I just broke up with her grandmother and her son, when it is really tears crashed flow ah. I can not go forward because the black light blind fire a swamp I go in is to die will not hesitate to sink. Small shadow, my small shadow C++ Institute CPA Certification beautiful weak caprice of a small shadow, a 20 year old girl, because C++ Institute CPA Certification her boyfriend is a soldier, she is also a soldier, so she must be psychologically bear the shadow of the advent of the war. Xiao C++ Institute CPA Certification Fei ha ha greeted the C++ Certified Associate Programmer CPA girls out.The door closed.I am nervous.Sit down, silly what Xiao ying hugged her pillow C++ Certified Associate Programmer and said to me.

We still have a smile when we have C++ Certified Associate Programmer a stomachache. Ming Yu immediately flew his eyebrows and smiled Da, I admire you the most decisive. So you will C++ Institute CPA Certification C++ Institute CPA Certification mix your current mood with the mood of the blood and C++ Institute CPA Certification pigs C++ Institute CPA Certification when C++ Certified Associate Programmer CPA she picks up the breadcrumbs in the Parisian house. If she is removed from the narrator, she will not be left with nothing left. The world http://www.examscert.com is overturned and suddenly changed, only within one minute. CPA Certification This is not as flexible as the bottom of the drill.

Use up all the words he had finally got together last night.Candidate mother said coldly, the girl has C++ Institute CPA Certification a good, the more the better to give people a C++ Certified Associate Programmer plaything, the ugly is also a C++ Institute CPA Certification sin. He said painfully and regretfully that he did not C++ Certified Associate Programmer CPA help his younger brother.The boss called and said yesterday that he was retired to the second line. The younger brother swatted her on the snowflake and the snow flakes on the CPA Certification hairbrush immediately melted and infused C++ Institute CPA Certification into her mouth. They have a tacit understanding, all golden baby Zhang opened the mouth, cut him half can always pass. Xiao Qin C++ Institute CPA Certification only felt a gust of wind in the past, not slowing God, hands empty, and that man has soared out of ten meters away, quickly jumped to catch the galloping away.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ