শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়া

প্রকাশঃ

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার ফের উন্মুক্ত হচ্ছে বলে আশ্বাস দিয়েছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ আশ্বাস পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রি দাতো সেরি উতামা মহিউদ্দিন ইয়াসিন এবং মানবসম্পদমন্ত্রী তান কুলাসেগারানের সঙ্গে তাদের কার্যালয়ে পৃথক বৈঠক করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শিগগিরই উন্মুক্ত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে স্থগিত শ্রমবাজার উন্মুক্তকরণ প্রসঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ কে বলেন, এ বিষয়ে তাদের সরকার সব সময়ই ইতিবাচক মনোভাব পোষণ করে। শিগগিরই বিষয়টি মালয়েশিয়ার মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। প্রসঙ্গক্রমে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে চলতি মাসের ৩০ ও ৩১ তারিখে দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠকের প্রস্তাব করা হয়েছে। সেখানেই শ্রমবাজার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ হবে।

ঢাকার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে উভয় পক্ষই মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বিদেশি কর্মীদের হয়রানি ও বঞ্চনাসহ নানা সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, মালয়েশিয়ায় আট মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের নতুন কর্মী প্রেরণ বন্ধ আছে। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে দেশটির সঙ্গে আলোচনা করতে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত শনিবার মালয়েশিয়া সফরে যান।

Experts Revised Microsoft 98-367 Exam Dumps For Download

Somehow, if you see Microsoft 98-367 Exam Dumps Tianchi, you can t let it go, Microsoft 98-367 Exam Dumps but http://www.passexamcert.com/98-367.html this is just a matter Microsoft IT Infrastructure 98-367 of yourself. MTA Security Fundamentals Practice Test The heart of the leaves cools to the freezing point, and the tears do not fall down. Lu Yue took a hand. Cheng Zhifang looked in the Microsoft 98-367 Exam Dumps Microsoft 98-367 Exam Dumps direction of his fingers, and that danced in the 98-367 Exam Dumps crowd, it really is a beautiful woman.

No one MTA Security Fundamentals Practice Test has sent Microsoft IT Infrastructure 98-367 it. The meal 98-367 Exam Dumps Microsoft 98-367 Exam Dumps is eaten at home. What I still don t understand is that since now is 98-367 Exam Dumps the repetition and re enactment of the past days, only the roles played by each person have changed. If we are In life, I also talked about the same mixed words and doing the same kind of mixing. The incident was triggered by the fact that at the age Microsoft 98-367 Exam Dumps of 29, her old family gave birth to a child.

The police team recruited troops back to the camp, leaving only the night and silence. Although scared the soul opened the orifices, but also must http://www.testkingdump.com/98-367.html Microsoft IT Infrastructure 98-367 be put on the Microsoft 98-367 Exam Dumps sky can be used to shoulder the heroic spirit, have tight inside and outside loose, like the past, laughing in the face of the Quartet visitors. There are Microsoft 98-367 Exam Dumps also small gifts and a short letter for Gary s couple.Ruijuan made a phone call MTA Security Fundamentals Practice Test with Xiao Qin, asked her to come and eat. Jia Cheng said prickly heat, you wait most of the day, but also did not sell a coal Niu Juzi said that Microsoft 98-367 Exam Dumps today s bad luck, I Microsoft 98-367 Exam Dumps dragged a 98-367 Exam Dumps few alley, no one asked the letter, not eating lunch, really boring, rest here, did not expect to run into you.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ