রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য দূর করতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশঃ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৈষম্য দূর করে রফতানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, বলেছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পণ্য রফতানি করে আমরা সে তুলনায় করতে পারি না, এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দেখা দিয়েছে।

গতকাল (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম রেদওয়ান হোসেন, ডব্লিইউটিও-এর মুনীর চৌধুরী, শরিফা খানসহ (রফতানি) সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রবার্ট মিলার বলেন, বাংলাদেশের পক্ষে আমি একজন ভালো সেলসম্যান হতে চাই। বাংলাদেশের সঙ্গে আমেরিকার অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ভালো। বাংলাদেশর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরো বাড়াতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কাজের সুনির্দিষ্ট উন্নতি হয়েছে। কারখানাগুলোতে নিরাপদ কাজের পরিবেশ আগের থেকে ভালো হয়েছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে অ্যাকর্ড অ্যালায়েন্সের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে। যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার। উভয় দেশের মধ্যে বাণিজ্য ব্যবধান অনেক। বাংলাদেশে মার্কিন বাণিজ্য বাড়াতে কমার্শিয়াল কাউনন্সিলর নিয়োগের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৈষম্য ও ঘাটতি দূর করতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এজন্য বাংলাদেশ সরকার যা করা দরকার তা করবে। সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে। বাংলাদেশে এনার্জি, পাওয়ার, শিপিং, এলএনজি, এবং এয়ারলাইন্স খাতে প্রায় ২ বিলিয়নের বেশি মার্কিন বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগের পরিমাণ আরো বাড়ানোর সুযোগ এসেছে। এতে করে উভয় দেশ লাভবান হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক খাতের বড় বাজার। গত অর্থবছরে আমরা সে দেশে ৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি করেছি। আর আমেরিকা রফতানি করেছে মাত্র ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ৬০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৫০ বিলিয়ন ধরা হয়েছে তৈরি পোশাকে। যুক্তরাষ্ট্রে রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে। যেকোনো পরিমাণ পণ্য রফতানি করতে বাংলাদেশ সক্ষম।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, বাংলাদেশে শ্রমিকদের কাজের পরিবেশ ও নিরাপত্তায় অনেক পরিবর্তন এসেছে। অ্যাকর্ড অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনেশিয়েটিভ কারখানাগুলো পরিদর্শন করেছে। এ পর্যন্ত ৯০ ভাগের বেশি কারখানা পরিদর্শ সম্পন্ন হয়েছে। তৈরি পোশাকের কারখানাগুলো সংস্কার করা হয়েছে। শ্রমিকদের মজুরি সময়োপযোগী করা হয়েছে। একারণে তৈরি পোশাকের উৎপাদন খরচ বেড়ে গেছে। এজন্য এ পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করা দরকার।

Salesforce DEV-401 Practice Exam

Salesforce DEV-401 Practice Exam Salesforce DEV-401 Practice Exam She wants a steak DEV-401 Practice Exam but she has no appetite. Salesforce DEV-401 Practice Exam The Salesforce.com Certified Force.com Developer DEV-401 Ah, this Salesforce DEV-401 Practice Exam is a bridesmaid costume. I Building Applications with Force.com and Visualforce fell. After you left, I was kneeling on a pinecone. The city government said http://www.passexamcert.com/DEV-401.html that seven people were killed and 21 were injured.

The result is DEV-401 Practice Exam conceivable. Liu Haizhu, who Building Applications with Force.com and Visualforce spent a http://www.examscert.com whole afternoon in the department store, was discovered by Zhang Haoran s eyeliner. If he does not enter a The Salesforce.com Certified Force.com Developer DEV-401 mental hospital, he must be taking drugs to ease his mental stress. If you are dead, Salesforce DEV-401 Practice Exam it is like the pile of bones in front of us. He always dreamed Salesforce DEV-401 Practice Exam of the officer Zheng Zheng, and later he dreamed of Lao Zheng Salesforce DEV-401 Practice Exam s family. Just he, you will fight him Who do you say old lights Erdong is really annoyed.

Of course, we were finally exhausted The Salesforce.com Certified Force.com Developer DEV-401 and then let us keep a push up posture inside but Salesforce DEV-401 Practice Exam the arms were not straight, so long it took so long for me to remember how much to start but still worry about my own pectoral and brachial trx I remember correctly for a long time did not come into contact with DEV-401 Practice Exam this term because the more and more acid scout top is not made of iron meat also know what is tired. Why do you not let me cry Are you counting eggs Are you human I was crying and crying in the arms of Phoebe in the arms of a female soldier. You say, is DEV-401 Practice Exam not it In the Salesforce DEV-401 Practice Exam days when I was just buying a Building Applications with Force.com and Visualforce car, I often drove to Salesforce DEV-401 Practice Exam the mountains in the suburbs to go for a drive.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ