শিরীন আখতার উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদান করেছেন। তিনি অগ্রণী ব্যাংকে ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন শাখায় শাখা প্রধান, অঞ্চল প্রধান, বিভাগীয় প্রধান ও সিএফও এবং সার্কেল মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান হিসেবে সর্বশেষ ময়মনসিংহ সার্কেলসহ ফরিদপুর, সিলেট ও ঢাকা সার্কেল-২ এ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিদেশ সফরের অংশ হিসেবে তিনি ভারত, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও ভুটান ভ্রমণ করেন। পারিবারিক জীবনে তিনি একমাত্র পুত্র সন্তানের জননী। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।