শুক্রবার, ১০ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান

প্রকাশঃ

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ নাসিরুজ্জামান বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে ১৪ ডিসেম্বর, ২০২০ তারিখে যোগদান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দুই বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি বিএডিসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরও পূর্বে তিনি মাঠ প্রশাসনে শেরপুর জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিদেশ সফরের অংশ হিসেবে তিনি এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়াসহ অনেক দেশে রাষ্ট্রীয় চুক্তি, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধূলায় নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ