বিশিষ্ট ব্যাংকার মোঃ জয়নাল আবেদীন গত ১৭ আগস্ট, ২০২২ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে কর্মসংস্থান ব্যাংক এ মুুখ্য কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাব্যবস্থাপক (পরিচালন) এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থ বিদ্যায় বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি কৃতিত্বের সাথে ব্যাংকিং ডিপ্লোমা ১ম ও ২য় পর্ব সম্পন্ন করেন। তিনি চাকুরী জীবনে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন জিএম মোঃ জয়নাল আবেদীন
- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ