বুধবার, ১৩ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ কৃষি ব্যাংকের পর্যালোচনা সভা-২০২২” অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের “ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা-২০২২” ১৬ এপ্রিল ২০২২ তারিখে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) মিলনায়তন,ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন। তিনি ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দেন। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে Low cost and no cost deposit বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। তিনি করোনা ভাইরাসের সংক্রমনের কারণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকল প্রনোদনা প্যাকেজের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কৃষি,ক্ষুদ্র ও কুটির শিল্প ও আয় উৎসারী খাতসমূহে দ্রুত ঋণ বিতরনের পরামর্শ প্রদান করেন। তিনি জনগনের কাছে কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং সেবা স্বল্পতম সময়ে পৌঁছে দেয়ার পরামর্শ দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মীর মোফাজ্জল হোসেন। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জনাব জামিল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়ের ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম, শাখা নিয়ন্ত্রন ও ব্যবসা উন্নয়ন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগের দায়িত্বে) জনাব মোঃ জামিল হোসেন, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সকল মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এবং সকল শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ