বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল বিভাগীয় মহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কর্পোরেট প্রধান এবং মুখ্য আঞ্চলিক ও আঞ্চলিক ব্যবস্থাপকদের ২০২১-২২ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা এবং ২০২২-২০২৩ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় শীর্ষক ভার্চুয়াল সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ২২ আগস্ট, ২০২২ তারিখ রোজ সোমবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন ২০২১-২২ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসমূহ বিশদ পর্যালোচনা করেন এবং ২০২২-২৩ অর্থ বছরের ঋণ বিতরণ, আদায় ও আমানত সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, মীর মোফাজ্জল হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন সহ প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২২-২৩ অর্থ বছরের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক