বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর মধ্যে QatarEnergy হতে দীর্ঘ মেয়াদী চুক্তির আওতায় আমদানিকৃত এলএনজি’র বিপরীতে ৫০% ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে ০৫ মে, ২০২৫ তারিখ সোমবার পেট্রোবাংলার সভাকক্ষ-১ এ একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে গোলাম মোঃ আরিফ, মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয়, ঢাকা এবং মোঃ আব্দুল জলিল, মহাব্যবস্থাপক (হিসাব), পেট্রোবাংলাসহ বাংলাদেশ কৃষি ব্যাংক ও পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে কাওরান বাজার শাখার উপ-মহাব্যবস্থাপক আশীষ কুমার দাস এবং পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) মোঃ আমজাদ হোসেন MoU টি স্বাক্ষর করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক এবং পেট্রোবাংলার মধ্যে QatarEnergy হতে আমদানিকৃত এলএনজি’র বিপরীতে ৫০% ইনভয়েসসমূহ পরিশোধ করার লক্ষ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

- ট্যাগ
- বাংলাদেশ কৃষি ব্যাংক