শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর হকি খেলোয়াড়দের মাউথগার্ড ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান

প্রকাশঃ

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ১৪ অক্টোবর ২০২৩ইং তারিখে সাভারের জিরানীতে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর হকি খেলোয়াড়দের মাউথগার্ড ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক জনাব খন্দকার শাকিব আহমেদ বিকেএসপি এর হকি বিভাগের ইনচার্জ জনাব মোঃ জাহিদ হোসেন নিকট উক্ত অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সাভার শাখার ব্যবস্থাপক জনাব মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সাভারের জিরানীতে অবস্থিত দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা কেন্দ্র। পড়াশুনার পাশাপাশি দেশের সব ফরমেটের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরীর অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর বিভিন্ন বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে হকি বিভাগ। হকি খেলার সময় মাউথগার্ড খেলোয়াড়দের মুখমন্ডলকে বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করে থাকে। সেপ্রেক্ষিতে ৫৩ জন খেলোয়াড়দের জন্য মাউথগার্ড ক্রয়ের জন্য উক্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ