১৮ জানুয়ারি, ২০২২ তারিখে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর লোগো উন্মোচন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলাই এই অলিম্পিয়াডের মূল লক্ষ্যে। আগামী ২১ জানুয়ারি ২০২২ তারিখে দেশের ৮টি বিভাগের ২৮টি কেন্দ্রে বিভাগীয় অলিম্পিয়াড নামে প্রাথমিক বাছাই পর্ব এবং এই বাছাই পর্বে নির্বাচিতদের নিয়ে ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ তারিখে ঢাকা বিশ^বিদ্যালয়ের কার্জন হলে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এই লোগো উন্মোচন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ফেলো ও বাংলাদেশ এ্যাক্রিডিটেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর পরিচালক ড. এম এ মাজেদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আবদুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, নেক্সাস টেলিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মনজুর আহমেদ, বিজ্ঞান চিন্তা ম্যাগাজিনের সহ-সম্পাদক জনাব আব্দুল গাফফারসহ আয়োজক, পৃষ্ঠপোষক ও মিডিয়া পার্টনারসমূহের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।