সোমবার, ২৭শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই

প্রকাশঃ

শিগগিরই ভূটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এসময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।

সবজি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এবিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভুটানের স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের উদ্যোগে যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও এসময় আলোচনা হয়েছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ