রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাদেশ সীমান্তে পুনরায় নেটওয়ার্ক চালুর নির্দেশ

প্রকাশঃ

গত রোববার সন্ধ্যার পর দেশের চারটি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা পাঠিয়ে জরুরি ভিত্তিতে সীমান্তে নেটওয়ার্ক বন্ধ করা হয়। তবে আজ বুধবার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মোবাইল নেটওয়ার্ক চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির উপপরিচালক (স্পেক্ট্রাম বিভাগ) ড. মো. সোহেল রানা আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়ার জন্য মোবাইল অপারেটর কম্পানিকেগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় পূর্বের ন্যায় মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে।

এর আগে এক চিঠিতে বলা হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক কাভারেজ ২৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ