রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ৬ দিন বন্ধ

প্রকাশঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্দরে পচনশীল খাদ্যদ্রব্যসহ বিপুল পরিমান ভুট্রা, আদা, ডাল এর গাড়ি আটকে যাওয়ায় একদিন ছুটি কমিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এক বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেন।

আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত টানা ৬ দিন এ স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞোপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত ২১ জুলাই অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টানা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। খাদ্যদ্রব্যের গাড়ি আটকে যাওয়ায় একদিন ছুটি কমিয়ে রিসিডিউল করা হলো।

বুধবার (২৯ জুলাই) বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত ৬ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার (০৫ আগস্ট) থেকে আগের মত যথারীতি আমদানি-রফতানির ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই ছুটির সময়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সরকারি নিয়মানুযায়ী চলবে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ