শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বাড়ির বানানো কন্ডিশনার চুলের যত্নে সেরা

প্রকাশঃ

শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার লাগাতে পারলে চুল যেমন নরম থাকে তেমনই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। সারাদিনের দূষণের প্রভাবে চুলের অনেক ক্ষতি হয়।

চুল রুক্ষ্ম হয়ে যায়। চুলের ডগা ফেটে যায়। চুল ঝরে পড়ে। এইভাবে চলতে থাকলে চুলের যেমন ক্ষতি হয় তেমনই মাথাও ব্যথা করে। চুলে জটও পড়ে বেশি।

তাই স্নানের পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবেন। এক্ষেত্রে দোকান থেকে না কিনে বানিয়ে নিতে পারেন বাড়িতেই। এতে চুলের কোনও ক্ষতি হবে না। সেই সঙ্গে চুল থাকবে নরম।

বাজার চলতি কন্ডিশনারের প্রভাব থাকে মাত্র ২ দিন। বাড়িতে বানানো এই কন্ডিশনার ৫ দিন পর্যন্ত ভাল থাকে। সেই সঙ্গে খুশকিও দূর হয়ে যায়।

ডিমের কুসুম, মধু আর সামান্য টক দই একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪৫-১ ঘন্টা। এরপর তা ভাল করে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নিন। চুল থাকবে নরম।

সপ্তাহে ২ দিন মাথায় গরম নারকেল তেল ম্যাসাজ করুন। এতে চুল নরম থাকবে। ঝরে পড়বে কম। আর যদি তৈলাক্ত স্ক্যাল্প হয় সেক্ষেত্রে শ্যাম্পু করার অন্তত এক ঘন্টা আগে হালকা গরম করে নারকেল তেল স্ক্যাল্পে ঘষে ঘষে মেখে ফেলুন। চুলের পুষ্টি ঠিক রেখে এমনিই চুল ভাল থাকবে।

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ