বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিকালে ৫টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

প্রকাশঃ

আজ রোববার ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। আজ বিকালে ৫টা পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন। যদিও নির্ধারিত নিয়মে রিটার্ন দাখিল করার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে করদাতাদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় আজ রিটার্ন দাখিল করার সুযোগ পাচ্ছেন।

গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সরকারি ছুটি দিন হওয়ায় এমন সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর করেছিল প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : মহামারিতে যেসব দেশের অর্থনীতি চাঙা

দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। তবে এখন পর্যন্ত সাড়ে ২১ লাখ করদাতার রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ