রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিপিএল -এ প্লে-অফের চার দল চুড়ান্ত

প্রকাশঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল ) লিগ পর্বের খেলা বাঁকি আর একদিন। তবে এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের চার দল। দল চারটি হলোচট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ঢাকা প্লাটুন, রাজশাহী রয়্যালস এবং খুলনা টাইগার্স।

বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের শেষ দিনটি হবে প্লে-অফ নিশ্চিত করা চার দলের লড়াই। বলা যায় প্লে-অফ শুরুর পূর্বে আরো একটি প্লে-অফ। সুতরাং বলাই যায় আজকের লড়াই হবে শীর্ষ স্থানের।

চলুন দেখে নেওয়া যাক বিপিএল -এ পয়েন্ট টেবিলের অবস্থা:

১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এখনো সবার শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে খুলনা টাইগার্স। তালিকার তিনে আছে মাশরাফির ঢাকা প্লাটুন। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। এ ছাড়াও চারে থাকা রাজশাহীর পয়েন্টও সমান ১৪।

এদিকে হারলেও পয়েন্ট টেবিলের পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে কুমিল্লা ওয়ারিয়র্স। ১২ ম্যাচে তাদের জয় ছিল ৫টি। সমান ম্যাচে সমান জয়ে তাদের পয়েন্টও ১০। জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করেছে উত্তরের দলটি। আর মাত্র ১টি জয় দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিলেট থান্ডার।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ