সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের আন্তর্জাতিক রুটের ফ্লাইট স্থগিতের সময় বেড়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর ছাড়া আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার, ভারতের কলকাতা, দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ ছাড়াও দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটের ফ্লাইট ছাড়া আন্তর্জাতিক অন্যান্য রুটে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়।

বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুট চালু আছে। তবে গত ১৮ আগস্ট থেকে এই রুটে ফ্লাইট চলাচল শুরুর ঘোষণা দেয়া হলেও গতকাল পর্যন্ত কুয়ালালামপুর রুটে ঢাকা থেকে বিমানের কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। টিকিট বিক্রিও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য করোনার প্রার্দুভাব বাড়ার কারণে ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে ১ জুন থেকে সীমিত আকারে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। গতকাল মঙ্গলবার সেটি আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত করার সংবাদ জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ