রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিমানের সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। আজ শনিবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৪০টি স্বর্ণের বার পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ টিমের কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করছিল।

নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৬ এ আজ সকাল সোয়া ৬ টায় অবতরণকৃত দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০৪৮ এর সিট নং-১৫ এফ এর নিচে সুকৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। সিটের পেছনের স্ক্রু খুলে ৪০টি স্বর্ণবার উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল।

স্বর্ণ বহনকৃত বিমান আটকপূর্বক আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম যার বর্তমান মূল্যে প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ