আজ ২১ এপ্রিল বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) তে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) জনাব শফিউল আজিম, পরিচালক গ্রাহক সেবা (যুগ্মসচিব) জনাব মোঃ মতিউল ইসলাম চৌধুরী, বিমান এর উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের কর্মচারীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় এভিয়েশন ও পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। তথ্য ও প্রযুক্তি ভিত্তিক পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার সাথে সমন্বয়ের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ে আলোকপাত করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন বিএটিসি’র কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএটিসি কে এভিয়েশন বিষয়ক একটি পূর্ণাঙ্গ একাডেমিতে রূপান্তরের বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।