বুধবার, ২২শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিরক্ত হয়ে ফেসবুককে বিদায় জানালেন ন্যান্সি

প্রকাশঃ

কোন ব্যক্তিগত বিষয় আর ব্যক্তিগত থাকছে না। সব পাবলিক হয়ে যাচ্ছে। তারপর আবার মানুষের আজে-বাজে কমেন্ট। কথাগুলো বলছিলেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অসংখ্য ফেইক আইডি, বাজে বাজে মন্তব্য ইত্যাদি তাকে মানসিকভাবেও বিব্রত করছে। এই জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বিদায় জানালেন ন্যান্সি।

ন্যান্সি বলেন, ফেসবুকে কে বা কাহার আমার নামে অসংখ্য ফেইক আইডি তৈরি করেছে। যেগুলোর জন্য আমাকে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দেখা যায় অনেকে সেই ফেইক আইডির সঙ্গে চ্যাট করে। দেখা হলে বলে, আমাকে চেনেন না আাপা আমি ফেসবুকে আপনার সঙ্গে চ্যাট করি। বিষয়গুলোতে বেশ বিব্রত করে আমাকে।

ন্যান্সি আরও বলেন, ফেসবুকে অ্যাকাউন্টের পাশাপাশি আমার একটা পেজও ছিলো। মাঝে মধ্যে এতে লাইভেও আসতাম। পরে দেখা যায় লাইভের সেই ভিডিওগুলো নিয়ে অন্যরা এডিট করে কে বা কারা ইউটিউবে আপলোড করে দেয়। আমার নিজের আইডিতে একান্ত ব্যাক্তিগত কিছু ছবি ফেন্ডস মুড করে আপলোড করলেও সেগুলো ছড়িয়ে দিচ্ছে। ব্যাক্তিগত সেই ছবিগুলো নিয়ে আমার অনুমতি না নিয়েই নিউজ বানাচ্ছে অনেকেই। আমি চাচ্ছি না যে ছবিগুলো ফ্রেন্ডছাড়া বাইরের কেউ দেখুক কিন্তু তা হচ্ছে না সবকিছু প্রকাশ করে দিচ্ছে। এগুলো এখন আর দেখতে ভালো লাগে না। এই সব থেকে বাঁচতেই ফেসবুককে বিদায় জানালাম। এখন থেকে ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট থাকবে না। যেগুলো পাবেন সেগুলোর সব ফেইক। আশা করি আমার ভক্তরা বিষয়টি বুঝতে পারবেন। তবে যদি কখনও নিরাপদ মনে করি তখন ফেসবুকে আসতেও পারি।

ন্যান্সি জানায়, বরং গান ও পরিবারকে সময় দেয়াটাই এখন তার জন্য উত্তম বলে মনে করেন। কারণ তার মেয়েরা এখন বড় হচ্ছে। তাদেরকে সময় দেওয়া, তাদের সুষ্ঠুভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি করা, মানুষের মত মানুষ রূপে গড়ে তোলাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

ফেইক অ্যাকাউন্ট থেকে সবাইকে সাবধান থাকতে আহবান করেছেন ন্যান্সি।

IIA IIA-CIA-PART1 Questions : Certified Internal Auditor – Part 1, The Internal Audit Activity’s Role in Governance, Risk, and Control

Comers are the IIA IIA-CIA-PART1 Questions eater. The restaurant eater Certified Internal Auditor – Part 1, The Internal Audit Activity’s Role in Governance, Risk, and Control looks at the tall and slightly fat, and the pampered Mingcheng, although his face is smiling, his eyes are examined. IIA-CIA-PART1 Questions You didn t start to open. You don t understand the evil and the good. We are holding can we look back Does it not let the huge wheels of history crush into a mud In this sense, you IIA IIA-CIA-PART1 Questions are still looking for Certified Internal IIA-CIA-PART1 some of our sloppy look. Sitting on the chair of the Taishi, tapping the hookah, and taking two mouths to say This sore is also seen today, and it will not be used for a few days later. It does not prove IIA IIA-CIA-PART1 Questions how high my ability or sexual ability is.

She squeezed onto the IIA-CIA-PART1 Questions overloaded coach.Two days later, hurried back IIA-CIA-PART1 Questions to the urban Certified Internal Auditor – Part 1, The Internal Audit Activity’s Role in Governance, Risk, and Control area. These three stresses did not say good, and immediately resumed their souls, instead returning to policy, focusing on the principle of universal policy and his Certified Internal IIA-CIA-PART1 family specific combination of three problems three people are in line with the third policy, the child High school, you can get IIA IIA-CIA-PART1 Questions a thousand dollars husband and wife both laid off, a thousand dollars the main labor is a disabled person, but also a thousand, it is so IIA IIA-CIA-PART1 Questions dealt with, gave my family a total IIA IIA-CIA-PART1 Questions of three thousand dollars, fully comply with the provisions, but unreasonable. Like a United Nations sitting scene, when others IIA IIA-CIA-PART1 Questions protest away, she continues to chatter endlessly like a representative of a country without any incident, but she constantly curses himself.

Zhu IIA-CIA-PART1 Questions Li couldn IIA-CIA-PART1 Questions t sleep for a while, and her heart was so depressed that she felt a lot of things in her bed before marriage. The tile house has Certified Internal Auditor – Part 1, The Internal Audit Activity’s Role in Governance, Risk, and Control reached the IIA IIA-CIA-PART1 Questions top. Niu Wenhai then modestly said Of course, things are not perfect enough, everything can be developed. If Shi Tiandong knows how to measure, he should not stick to it any more. The next day, the white stone packed up the burden, prepared a horse, IIA IIA-CIA-PART1 Questions Certified Internal IIA-CIA-PART1 grandparents and IIA IIA-CIA-PART1 Questions grandsons, and talked about pig Taigong and pig eggs.

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ