বিশ্বজুড়ে করোনায় ভাইরাসে প্রায় ৩৫ লাখ মানুষের মৃত্যু। একদিনে আরও প্রায় ১১ হাজার ৮শ’ মানুষের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৯৯ হাজার ১শ’ ৩৪ জন।
২৪ ঘণ্টায় ৫ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ১৬ কোটি ৮৪ লাখ ৯৫ হাজারের বেশি মানুষ। ব্রাজিলে মঙ্গলবার মৃত্যু হয়েছে আরও প্রায় ২ হাজার ২শ’ মানুষের। ৭৫ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে এদিন।
যুক্তরাষ্ট্রে আবারও কিছুটা বেড়েছে প্রাণহানি। ৬৪৬ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ৬ লাখ ছাড়ালো। ৫৭৬ জনের প্রাণ গেছে আর্জেন্টিনায়। আরেক লাতিন দেশ কলম্বিয়ায় একদিনে সাড়ে চারশ’র বেশি মৃত্যু হয়েছে।