মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হিসাবের দ্বিগুণ

প্রকাশঃ

করোনা মহামারি বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণ কেড়েছে বলে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশন (আইএইচএমই)-এর একটি গবেষণায় দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশগুলো শুধুমাত্র হাসপাতালে মারা যাওয়া রোগীদের হিসাব রাখছে অথবা যারা নিশ্চিতভাবে শনাক্ত হচ্ছেন তাদের। বর্তমান হিসাব অনুযায়ী, পৃথিবীতে সাড়ে ৩২ লাখের বেশি মানুষ নতুন রোগটিতে মারা গেছেন।

বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার তুলনামূলক হিসাব তুলে ধরা একটি স্বাধীন স্বাস্থ্য গবেষণা সংস্থা আইএইচএমই। অতীতে হোয়াইট হাউসও সংস্থাটির দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়েছে। এর প্রতিবেদনগুলো জনস্বাস্থ্য কর্মকর্তারা বিশেষভাবে পর্যবেক্ষণ করে থাকেন।

আইএইচএমই’র মতে, কোনো দেশে করোনায় মৃত্যুর হারের সঙ্গে সেখানে নমুনা পরীক্ষার সংখ্যার নিবিড় সম্পর্ক রয়েছে।

আইএইচএমই’র পরিচালক ক্রিস্টোফার মুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘অধিক হারে টেস্ট না করালে কভিডে মৃতের সংখ্যা বাদ পড়ে যায়।’

‘মৃতের সংখ্যার হিসাব রাখতে অনেক দেশ যতেœর সঙ্গে পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে দ্রুত ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগের ক্ষেত্রে কাজটি খুব কঠিন।’

ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড এভাল্যুয়েশনের এই বিশ্লেষণে শুধু সরাসরি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের হিসাব করেছে।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ