বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত কোটির দিকে এগিয়ে যাচ্ছে। দিনেই লাখো মানুষ আক্রান্ত হচ্ছে ভাইরাসটিতে। ইতিমধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮০ লাখ পার হয়ে গেছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান সংরক্ষণ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফোর তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ লাখ ৩২ হাজার।
এখন পর্যন্ত ভাইরাসটিতে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যাটিও আশাব্যাঞ্জক। ইতিমধ্যে সাড়ে ৪১ লাখের কাছাকাছি মানুষ করোনাকে জয় করেছে।
আক্রান্তের তালিকায় দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট আক্রান্ত ২১ লাখ ৬৬ হাজারের বেশি, মারা গেছেন এক লাখ ১৭ হাজার মানুষ।
আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে, মারা গেছেন ৪৩ হাজারের অধিক মানুষ।
৭ হাজার মৃত্যু হওয়া রাশিয়ায় ৫ লাখ ৩৭ হাজার আক্রান্ত হয়েছে। তালিকায় দেশটির অবস্থান তৃতীয়।
এরপরই যুক্তরাজ্যেকে টপকে চতুর্থ অবস্থানে উঠে আসা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা এখন ১০ হাজারের কাছাকাছি।
পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে ২ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। দেশটিতে মারা গেছে ৪১ হাজার ৭০০ মানুষ।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে অল্প সময়েই।