মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

UCB Bank

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়াল

প্রকাশঃ

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। এছাড়াও এখন পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা আট কোটি সাড়ে ২৬ লাখ ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় চার কোটি ৬৭ লাখ মানুষ।

জনস হপকিনস ইউনিভার্সিটির বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আট কোটি ২৬ লাখ ৬৩ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ১৮ লাখ চার হাজার ১৩৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৫৩ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫০২ জন এবং মারা গেছেন তিন লাখ ৪২ হাজার ৩১২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ১৯ হাজার ২০০ জন, মারা গেছেন এক লাখ ৯৩ হাজার ৮৭৫ জন এবং সুস্থ হয়েছেন ৬৮ লাখ ১৪ হাজার ৯২ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি দুই লাখ ৬৬ হাজার ৬৭৪ জন, মারা গেছেন এক লাখ ৪৮ হাজার ৭৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৯৮ লাখ ৬০ হাজার ২৮০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ২৪ হাজার ৮৯৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৩ হাজার ৯৩৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ৭৭১ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৮৭৬ জন, মারা গেছেন চার হাজার ৭৮১ জন এবং সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৮১৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৫৩১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৫৬ হাজার ৭০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করুনঃ

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

এ সম্পর্কিত আরও পড়ুন

এই মাত্র প্রকাশিত

এই বিভাগের আরও সংবাদ